সুতিয়া নদীর পাড়ে সারি সারি বাড়ী, সবুজ শ্যামল গাছ গাছালি,পাখীর কলতানে মুখরিত র্কমব্যাস্ত মানুষের অবিরাম ছুটে চলা । দু’ পাড়ের মানুষের গভীর মমতায় গড়ে উঠা ছবির মত একটি গ্রাম। যা, ময়মনসিংহ জেলার দক্ষিণ সদর- উপজেলায়, ঐতিহ্য-বাহী দাপুনিয়া ইউনিয়নটির অবস্থান। এখানে জন্মেছেন অনেক জ্ঞানী, গুনী, সুধীজন। খেলা-ধূলা, শিক্ষা, ধর্মীয় অনুষ্টান, সংস্কৃতি অঙ্গনেও মুখরিত এই গ্রাম।
১৯৯৪ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির উপস্থিতি ছাড়াই সারা বিশ্বে সর্বপ্রথম ছবি সহ ভোটার তালিকায় ভোট গ্রহন হওয়ায়, একটি মডেল নির্বাচন হিসাবেসারা পৃথিবীর বুকে স্থান দখল করে নিয়েছে ‘‘দাপুনিয়া’’ মডেল ইউনিয়নটি।
ক. নাম - ১০ নং দাপুনিয়া ইউনিয়ন পরিষদ।
খ. আয়তন - ২৯.৪১ (বর্গ কিঃ মিঃ)
গ. লোকসংখ্যা - ৪১৮৭২ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)
ঘ. গ্রামের সংখ্যা - ২১ টি।
ঙ. মৌজার সংখ্যা - ১২ টি।
চ. হাট/ বাজার সংখ্যা - ০৫ টি।
ছ. উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম - সিএনজি/ অটো টেম্পু/ রিক্রা্।
জ. শিক্ষার হার - ৪২.২৫% (পুরুষু ৪৪.৬৬ ও মহিলা - ৩৯.৮৩) এর শিক্ষা জরিপ অনুযায়ী।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহঃ-
ক্রমিক নং | নাম | সংখা |
১ | সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১২ টি |
২ | বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় | ০১ টি |
৩ | কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | ০১ টি |
৪ | উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | ০৪ টি |
৫ | কামিল মাদ্রাসা | ০১ টি |
৬ | দাখিল মাদ্রাসা | ০১ টি |
৭ | স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা | ০৩ টি |
৮ | অন্যান্য | ২০ টি |
ঝ. ইউঃ পি ভবন স্থাপন কালঃ-
ঞ. নবগঠিত পরিষদের বিবরণ ঃ-
দায়িত্বরত চেয়ারম্যান - জনাব ইঞ্জিঃ মোঃ হুমায়ুন হাসান উজ্জল
প্রথম শপথ গ্রহনের তারিখঃ- ইং
প্রথম শপথ সভার তারিখঃ- ইং
মেয়াদ উর্ত্তীনের তারিখ ঃ-
চ. ইউনিয় পরিষদের জনবল ঃ-
নির্বাচিত পরিষদ সদস্য - ১২ জন।
ইউনিয়ন পরিষদ সচিব - ০১ জন।
ইউনিয়ন গ্রাম পুলিশ - ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস